সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

বরুড়ায় সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা 

বরুড়া প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২১
ছবি: সংগৃহীত

কুমিল্লার জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে "আবদুল করিম খান কল্যাণ ট্রাস্ট " এর উদ্যোগে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ ফারুক খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক শিক্ষক আমেরিকা সরকারের পেটেন্ট এক্সিমিনার ইঞ্জিনিয়ার মাসুদ করিম খান, অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান আহম্মেদ জামাল মাসুদ, একবাড়িয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সৈয়দ আহম্মেদ খান, হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন চন্দ্র ভৌমিক, কাকৈরতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উৎপল কুমার শীল, মাষ্টার আব্দুল মান্নান, শাহ জালাল টিপু ও জা��ির হোসেন মেম্বার সহ অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ মুহাম্মদ আলী, মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন ফরায়জি এবং অনুষ্ঠান সঞ্চলনা করেন আব্দুল্লাহ আল নোমান চৌঃ( সুমন) ও মোহাম্মদ শরীফ হোসেন। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন মেধাবী ছাত্র ছাত্রী, নুরানী মাদ্রাসা ৯ জন মেধাবী ছাত্রছাত্রী, সুবিধা বঞ্চিত তিন হাফেজ ও ২৫ জন ছাত্রছাত্রী, পিএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রী, দাখিল/এস এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্র ছাত্রী, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত ছাত্রী, এস এস সি/ দাখিল পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ছাত্র ছাত্রী, হিফজ সম্পন্ন করা হাফেজ সাহেব গন, একবাড়িয়া আলিম মাদ্রাসা ও হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয় কে বিশেষ সম্মাননা এবং কাকৈরতলা সরকারি প্রথমিক বিদ্যালয় ও কাকৈরতলা নুরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক গনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে