ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

লাইফস্টাইল বিভাগের সব খবর

নারীকে মানুষ ভাবুন

নারীকে মানুষ ভাবুন

সমতাভিত্তিক সমাজ তৈরিতে নারী-পুরুষের সমঅধিকার প্রাসঙ্গিক এবং যৌক্তিক। যা আধুনিকতার পরম চাওয়া-পাওয়া। বহুবার দাবি করা আরও এক বিষয় সামনে চলে আসেÑ নারীকে মানুষ ভাবাও বাঞ্ছনীয় এবং জরুরি। দেশের নারী সংগঠন মহিলা পরিষদ নারীর সর্ববিধ অধিকার প্রতিষ্ঠায় তাকে মানুষ ভাবার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনেছে। পুরুষ কিংবা পিতৃতান্ত্রিক যেই সমাজই হোক না কেন নারীদের পশ্চাৎবর্তিতার করুণ দৃশ্য উঠে আসাও চরম বিপন্নতা। চলে আসা সামাজিক প্রচলিত রীতিতে শুধু কন্যা, জায়া, জননীর আড়ালে মানুষ শব্দটি যে ঢাকা পড়ে। তেমন অনাকাক্সিক্ষত খোলস থেকে নারীর বের হয়ে আসা যেন সময়ের ইঙ্গিত।