সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৫ আশ্বিন ১৪৩১
 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১,২২১     বাংলাদেশকে ঋণ দিতে বিশ্বব্যাংকের ৪ শর্ত    টিকা আমদানিতে ২২ হাজার কোটি টাকা কারচুপি    ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, সাত দিনে ২৫ মৃত্যু    চার দফা বাড়ার পর কমলো স্বর্নের দাম    ৩৬০০ কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ    হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের    
ঈদে চ্যানেল আই-এ নতুন ১০ টেলিফিল্ম
প্রকাশ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ২:২৭ অপরাহ্ন


সপ্তাহ খানেক পরেই ঈদুল ফিতর। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম।

টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত।

ঈদের দিন: টেলিফিল্ম ‘শেষ দেখা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘চম্পা হাউজ’। নাজিম উদ দৌলার গল্পে টেলিছবির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, মাসুম আজিজ, হাসনাত রিপন প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘ম্যাটিনি শো’। রচনা জাকারিয়া সৌখিন, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, আশরাফুল সোহাগ, হিরু খান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘লাস্ট উইশ’। রচনা নাহিদুল ইসলাম ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে সাবিলা নূর, শাওন, রিফাত চৌধুরী, আহমেদ ফারুক, আজম খান প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘ধুম্রজাল’। রচনা মশিউর রহমান শান্তু, পরিচালনায় আবির খান। অভিনয়ে চিত্রনায়ক ফেরদৌস, আজমেরী হক বাঁধন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিনে দেখানো হবে টেলিফিল্ম ‘বিরহী বাবু’। রচনা জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৫ম দিন: রাবেয়া খাতুনের গল্পে টেলিফিল্ম ‘রঙিন কাঁচের জানালা’। পরিচালনায় মাইনুল ইসলাম হীরা। অভিনয়ে তাসনিয়া ফারিণ, শ্যামল মাওলা, সোহানা সাবা, বন্যা মির্জা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

একই দিনে আছে আরেক টেলিফিল্ম ‘নাইট গার্ড’। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, মিলি বাশার, টাইগার রবি প্রমুখ। দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘আমার তুমি’। রচনা তানিন রহমান, পরিচালনায় মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে খায়রুল বাশার, তাসনোভা তিশা, মিলি বাশার, সিয়াম নাসির প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

একই দিন সাড়ে চারটায় রয়েছে টেলিফিল্ম ‘ধাঁধা’। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে মোশাররফ করিম, চমক, রাফাত প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft