বিজ্ঞাপন
বাংলা খবর / খবর / দেশ / Police officer poses as tourist in Agra: পর্যটক সেজে গভীর রাতে অটোয় উঠলেন মহিলা পুলিশ অফিসার! তার পর যা ঘটল...

Police officer poses as tourist in Agra: পর্যটক সেজে গভীর রাতে অটোয় উঠলেন মহিলা পুলিশ অফিসার! তার পর যা ঘটল...

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

৩৩ বছর বয়সি ওই পুলিশ অফিসার গভীর রাতে প্রথমে আগ্রা স্টেশনের বাইরে দাঁড়িয়ে মহিলাদের জন্য পুলিশের হেলপলাইন নম্বরে ফোন করেন৷

  • 1-MIN READ news18 bangla Kolkata,Kolkata,West Bengal
  • Last Updated :

আগ্রা: দেখে মনে হবে সাধারণ একজন যুবতী৷ কিন্তু আসলে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার৷ সম্প্রতি পর্যটকের ছদ্মবেশে গভীর রাতে শহরে মহিলাদের নিরাপত্তা দেখতে বেরিয়ে পড়েছিলেন আগ্রার এসিপি সুকন্যা শর্মা৷

৩৩ বছর বয়সি ওই পুলিশ অফিসার গভীর রাতে প্রথমে আগ্রা স্টেশনের বাইরে দাঁড়িয়ে মহিলাদের জন্য পুলিশের হেলপলাইন নম্বরে ফোন করেন৷ নিজের পরিচয় গোপন রেখে তিনি জানান, একা অত রাতে বাড়ি ফিরতে ভয় লাগছে তাঁর৷ পুলিশ এসে তাঁকে পৌঁছে দিতে সাহায্য করলে ভাল হয়৷ ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে তখন নিরাপদ কোনও জায়গায় অপেক্ষা করতে বলা হয়৷

বিজ্ঞাপন

আরও পড়ুন: অক্টোবরেই ফের আর এক দফা ডিএ বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে?

কিছুক্ষণের মধ্যেই মহিলা পুলিশদের একটি টহলদারি দলের ফোন আসে ওই অফিসারের কাছে৷ তিনি কোথায় রয়েছেন, তা জানতে চাওয়া হয়৷ তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও পুলিশ করবে বলে জানান হয়৷ তখন অবশ্য নিজের পরিচয় জানিয়ে দিয়ে ওই পুলিশকর্মীদের আসতে বারণ করে দেন ওই এসিপি৷

বিজ্ঞাপন

এর পর একটি অটোয় একাই ওঠেন ওই মহিলা পুলিশ আধিকারিক৷ নিজেকে পর্যটক বলে পরিচয় দিয়ে আগ্রা শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি জানতে চান৷ ওই অটো চালক জানান, পুলিশের পক্ষ থেকে তাঁর ভেরিফিকেশন করা হয়েছে৷ খুব শিগগিরই তিনি অটোচালকদের জন্য নির্দিষ্ট পোশাক পেয়ে যাবেন৷ এর পর নিরাপদেই ওই অটোচালক ওই পুলিশ আধিকারিককে তাঁর গন্তব্যে পৌঁছে দেন৷

বিজ্ঞাপন

মহিলা পুলিশ আধিকারিকের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই৷ সমাজকর্মী দিপীকা নারায়ণ ভরদ্বাজ সমাজমাধ্যমে লিখেছেন, প্রতি শহরেই পুলিশের এমন উদ্যোগ নেওয়া উচিত৷

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ।
  • First Published :
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন